ওয়েব সাইট কী?

এম.এ. ইউসুফ স্যার ক্লাসে html প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। তিনি একটি ওয়েব পেইজে "C" ড্রাইভের পিকচার ( picture ) ফোল্ডারের মধ্যে রাখা Logo.jpg নামক একটি ইমেজ যুক্ত করলেন, যার সাইজ 500x300 পিক্সেল। অত:পর তিনি ছাত্রদের বললেন, তোমরা এমন একটি html কোড লেখ যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে www.educationboard.edu.bd ওয়েবসাইটটি প্রদর্শন করা যায়।তারপর তিনি নিচের টেবিলটি তৈরির html কোড লিখলেন:
Student Name Compulsory Optional
Harry Porter Bangla English ICT Physics
Math
Biology

(ক) ওয়েবসাইট কী?
(খ) < font > ট্যাগের অ্যাট্টিবিউসমূহ ব্যাখ্যা কর।
(গ) ছাত্রদের html কোড কিরুপ হবে তা দেখাও এবং কোডটিতে যে সব অ্যাট্টিবিউট ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা দাও।
(ঘ) যদি উদ্দীপকের টেবিলের সকল সারিকে(row) স্তম্ভে (Column) এবং সকল স্তম্ভকে সারিতে পরিণত করা হয় তাহলে যে টেবিল তৈরি হয় তা তৈরির জন্য html কোড লেখ।
[ রা: বো: ১৭ ]

No comments:

Post a Comment

Popular Posts